শিবগঞ্জে কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫ দিনব্যাপী ৪৮ জন শিক্ষককে ব্যাসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে প্রশিক্ষণার্থী শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

সমাপনী অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শিবগঞ্জ থানার পরিদর্শক আতিকুল ইসলামসহ অন্যরা।

এসময় এমপি ডা. শিমুল বলেন, বর্তমান সরকার দেশকে দ্রুত ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করতে বদ্ধপরিপর। এরই অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা যেন শিক্ষার্থীদের পাঠদান সহজ ও ডিজিটালাইড করতে পারে সেজন্য সরকার সকল শিক্ষককে আইসিটি ট্রেনিং ফর এডুকেশনের মাধ্যমে ব্যাসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

স/শা