শিবগঞ্জে ইউএনও’র বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে উপজেলার সর্বস্তরের জনগণ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও সুধীজনের ব্যানারে ঘণ্টব্যাপী এ মানববন্ধনন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি বজলুর রশিদ সোনু, মুক্তিযোদ্ধা মোস্তফা, নজরুল ইসলাম, মেসের আলীসহ স্থানীয়রা। বক্তারা বলেন- গত বছরের ২০ আগস্ট বর্তমান ইউএনও উপজেলায় যোগদান করে তাঁর কর্মদক্ষতা ও কর্মতৎপরতায় মুক্তিযোদ্ধাসহ নানান শ্রেণিপেশার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। অবিলম্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের বদলি আদেশ বাতিলের জোর দাবি জানান তারা।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়।

স/শা