রবিবার , ২৮ আগস্ট ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিক্ষিকা লাঞ্ছনার প্রকৃত সত্য ঘটনা তুলে ধরতে সংবাদ সম্মেলন

Paris
আগস্ট ২৮, ২০২২ ২:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম। আজ এখানে আমরা আমাদের হাড়ুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি সমস্যার বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আপনারা অবগতআছেন, সম্প্রতি  সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদোসকে লাঞ্ছনা করা হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু সংবাদগুলোতে প্রকৃত সত্য ওঠে আসেনি। সে বিষয়ে  জানাতেই আমাদের আজকের এই সংবাদ সম্মেলন।

প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি বিষয়টি পর্যালোচনা করে অবগত হয়েছি যে , সহকারী শিক্ষক, জান্নাতুল ফেরদোস
দীর্ঘদিন যাবত তাঁর নিজস্ব ফেসবুক আই ডি থেকে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকা, নাজমা ফেরদোসীর ছবি
ব্যবহার করে অশালীন, নোংরা ৪ টি টিকটক ভিডিও তৈরী করে প্রচার  করেন । আমি এ তথ্যও পেয়েছি,
জান্নাতুল ফেরদোস এসব অশালীন ভিডিও তৈরী  করে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের দেখিয়ে হাসাহাসি
করেছেন।

এছাড়া বিভিন্ন সময়ে তাঁর ফেসবুক আই ডি থেকে প্রধান শিক্ষকের একাধিক ব্যক্তিগত ছবি ’মাই ষ্টোরী’ তে আপলোড করেছেন। এব্যাপারে তাঁকে সতর্ক করা সত্বেও তিনি এধরনের কার্যকলাপ অব্যাহত রাখেন। প্রমাণ হিসেবে ১৬ মিনিটের একটি ভিডিও আছে।

ঘটনার বিষয়ে আমি জেনেছি, সেদিন ২৪/০৮/২০২২  বুধবারে  প্রধান শিক্ষকা এ ব্যাপারে তাঁর সঙ্গে
কথা বলেন। সেই সময়ে এলাকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো . আব্দুল আজীজকে বিষয়টি প্রধান শিক্ষকা  অবগত করেন।

উল্লেখ্য যে, জান্নাতুল ফেরদোস মুক্তিযোদ্ধা আলহাজ  মো . আব্দুল আজীজকে চাচা সম্মোধন করেন। আমি আরও অবগত হই, তিনি জান্নাতুল ফেরদোসকে  সামান্য বকাঝকা করেন। এসময় শিক্ষকদের কেউ কেউ তাঁকে সতর্ক করে বলেন, এমন
কর্মকান্ড চাকুরীবিধি পরিপন্থী ও সাইবার অপরাধের মধ্যে পড়ে।

প্রধান শিক্ষকা চাইলেই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এতে তিঁনি উদ্বিগ্ন হয়ে সবাইকে বলে বেড়াচ্ছেন যে, তাঁকে কানধরে উঠবস করানো হয়েছে। বিভিন্ন রকম কথা বলে তাঁর প্রকৃত অপরাধ আড়াল করার অপচেস্টা করছেন।
তাই প্রকৃত ঘটনা যাচাই করে সত্য উদঘাটনের জন্য সাংবাদিক ভাইদের বিনীতভাবে অনুরোধ করছি।

জে / এইচ

সর্বশেষ - শিক্ষা