শিক্ষা নিয়ে ৫ বড় ঘোষণা মোদির

‘জেন নেক্সট’-কে স্বয়ংসম্পূর্ণ করে তোলা মানেই আগামীর ভারতকে শক্তিশালী করা। এই বার্তা দিয়ে সোমবার বাজেট সম্পর্কে একটি ওয়েবিনারে বক্তব্য দেন ভারদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ওয়েবিনারে শিক্ষাক্ষেত্র নিয়ে দেশটির বাজেটের ৫ বড় ঘোষণার তালিকা পেশ করেন তিনি।

গত ১ ফেব্রুয়ারি ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২২ বাজেট পেশ করেছিলেন সংসদে। সেই বাজেটে শিক্ষক্ষেত্র ঘিরে যে ৫টি বড় ঘোষণা ছিল, তার তালিকা ফের একবার তুলে ধরেন মোদি।

বাজেটে শিক্ষাক্ষেত্র সম্পর্কিত সোমবারের ওয়েবিনারে নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের যুব প্রজন্ম হলো দেশের ভবিষ্যতের নেতা। তাই বর্তমানের যুবসমাজকে শক্তিশালী তৈরি করার অর্থ হলো দেশের ভবিষ্যৎকে শক্তিশালী বানানো।’

এই বক্তব্যের সঙ্গেই নরেন্দ্র মোদি এদিন জানান, ২০২২ কেন্দ্রীয় বাজেটে শিক্ষাক্ষেত্রে কোন কোন বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। ভারতের শিক্ষাক্ষেত্র নিয়ে বাজেটে যেসব দিক বর্ণনা করা রয়েছে তার মধ্যে অন্যতম হরো- শিক্ষার গুণগত মানের বিশ্বায়ন। মোদি বলেন, এর ফলে ভারতের শিক্ষাব্যবস্থাকে প্রসারিত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ নেওয়া হবে। যাতে এর গুণগত মান ও ক্ষমতার বৃদ্ধি হয়।’

দ্বিতীয় ও তৃতীয় অংশে রয়েছে স্কিল ডেভেলপমেন্ট ও নগরায়ণ। মোদি বলেন, ‘বাজেটে আমরা ডিজিটাল ইকোসিস্টেমের ওপর জোর দিয়েছি।  আমরা এই বিষয়টিও নিশ্চিত করব যে স্কিল যেন শিল্প ক্ষেত্রের চাহিদা অনুযায়ী পূরণ করা হয়।’

এরপরই মোদি বলেন, ‘ আন্তর্জাতিকরণ হলো চতুর্থ বড় ক্ষেত্র। এর হাত ধরে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের দেশের ভেতর আনা।’

এ ছাড়া পঞ্চম হলো- এভিজিসি বা অ্যানিমেশন ভিজ্যুয়াল গেমিং কমিক সম্পর্কীয় প্রশিক্ষণকে দেশের তরুণদের কাছে সহজে পৌঁছে দিতে বদ্ধপরিকর কেন্দ্র।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন