শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ১২০০

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা বিশ্বদ্যিালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত এক হাজার ২০০ জনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা (নং২৬) দায়ের করা হয়েছে।

শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় অজ্ঞাত এক হাজার থেকে এক হাজার ২০০ জনকে আসামি করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশের দায়িত্ব পালনে বাধা, পুলিশকে লক্ষ্য করে হামলা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর দায়ে এ মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে আটক ১৩ জনকে শুক্রবার ছেড়ে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সামনে তাদের পরীক্ষা। তাই মানবিক বিষয় বিবেচনা করে প্রাথমিকভাবে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পরে তাদের জড়িত থাকার প্রমাণ পেলে এ মামলায় আসামি করা হবে।’

সাত দফা দাবিতে রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার সকালে ঢাবির অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান গুরুতর আহত হন।

সূত্র: রাইজিংবিডি