শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি যেভাবে পুষিয়ে আনা হবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দীর্ঘ দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি হয়েছে। করোনাকালীন তাদের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ট্রমার মধ্য দিয়ে গেছে। এখন শিক্ষার্থীদের ঘাটতি পুষিয়ে নিতে হবে এবং আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে।

গতকাল বুধবার সকালে রাজধানীর ঢাকা কলেজে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ‘রাজনীতির কবি’ প্রকাশনার মোড়ক উন্মোচন,‘অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন-২০২২-এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেখে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে, কোথায় কেমন ঘাটতি রয়েছে। এই ঘাটতির বিষয়ে আমরা আরো বেশি নজর দেব। এক শিক্ষাবর্ষে হয়তো সব ঘাটতি পূরণ করতে পারব না। যেখানে যা ঘাটতি হয়েছে, তা পূরণের চেষ্টা করতে হবে। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ