কিয়েভের পাতাল রেলস্টেশন এখন ১৫ হাজার মানুষের ‘বাড়ি’

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেট্রো স্টেশনগুলোতে এখন ১৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। পাতাল রেলের দায়িত্বে থাকা কর্মকর্তা ভিক্টর ব্রাহিনস্কি এ তথ্য জানিয়েছেন।

তিনি ইউক্রেনীয় সংবাদমাধ্যমকে বলেন, ভূগর্ভস্থ এসব স্টেশনে ১ লাখ মানুষের সংকুলান হতে পারে। তিনি যোগ করেন, সেখানে পানি, বাথরুমের পাশাপাশি খাবার ও ওষুধও রয়েছে।

‘আমরা লোকজনকে তাদের আশপাশের লোকদের জন্য গরম কাপড়, খাবার ও সহায়তা আনতে অনুরোধ করি – বিশেষ করে ছোট শিশু ও বয়স্ক নারীদের জন্য,’ তিনি যোগ করেন।

বিবিসি ইউক্রেনীয় সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, ‌‘অনেক লোকের যাওয়ার জায়গা নেই। মেঝেতে কয়েক মিটার এবং একটি কম্বলই তাদের একমাত্র বাড়িতে পরিণত হয়েছে।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন