শিক্ষার্থীদের থেকে বিনা রশিদেই সাড়ে ৪ হাজার করে টাকা আদায়!

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য সাড়ে সাত হাজার করে টাকা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এর মধ্যে সাড়ে চার হাজার টাকাই নেওয়া হয়েছে বিনা রশিদে। প্রতিবছর মাস্টার্সে ভর্তির সময় এবং বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফরম ফিলআপের সময় এ রকম বিনা রশিদে টাকা আদায় করা হয় বলে জানান বিভাগটির শিক্ষার্থীরা। তবে বিভাগ জানায়, তারা এই টাকা শিক্ষার্থী, কম্পিউটার ল্যাব, বিভাগের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নেই খরচ করে থাকে।

বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের মে থেকে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়। শেষ হয় চলতি মাসের ১৫ তারিখে। এ বছর ওই বিভাগে মাস্টার্সে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০জন। ভর্তির সময় আবাসিক শিক্ষার্থীদের তিন হাজার ১৪০ টাকা এবং অনাবাসিক শিক্ষার্থীদের তিন হাজার ১২০ টাকা ব্যাংকে জমা দিতে হয়েছে। কিন্তু বিভাগ থেকে ভর্তি ফরম নেওয়ার সময় প্রত্যেক শিক্ষার্থীকে বিনা রশিদে সাড়ে ৪ হাজার টাকা দিতে হয়েছে।

বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী প্রতিবেদককে জানান, বিভাগের উন্নয়ন কিংবা যে কারণেই হোক না কেন রশিদের মাধ্যমে খাত দেখিয়ে টাকা নিলে বিষয়টি স্বচ্ছ হত। তবে রশিদ বিহীন টাকা নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় অবহিত রয়েছে এবং শিক্ষার্থীরা চাইলে আগামীতে রশিদ দেওয়া হবে বলে জানান বিভাগের সভাপতি অধ্যাপক রেজাউর রহমান।

তিনি বলেন, ‘এই টাকা না নিলে শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস, বিভাগের উন্নয়নসহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়।’

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘ভর্তি ফরম নিতে বিনা রশিদে সাড়ে চার হাজার টাকা দিয়েছি। শুধু এ বছরই নয়, প্রতিবছরই এভাবে টাকা নেওয়া হয়। আবার ¯œাতক পর্যায়ে চূড়ান্ত পরীক্ষার ফরম ফিলআপের সময়ও প্রত্যেক বর্ষের শিক্ষার্থীদের থেকে বিনা রশিদে টাকা নেওয়া হয়।’ পরবর্তীতে খোঁজ নিয়ে গতবছরেও এভাবে টাকা নেওয়ার সত্যতা পাওয়া গেছে।

অধ্যাপক রেজাউর রহমান বলেন, ‘যে টাকা নেওয়া হয়, তা শিক্ষার্থীদের এবং বিভাগের উন্নয়নের কাজে ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে দেওয়া টাকায় কিছুই হয় না।’

ফরম ফিলআপের সময় বিনা রশিদে নেওয়া টাকার বিষয়ে তিনি বলেন, ‘চার বছরের কোর্স হওয়ায় প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত অল্প অল্প করে বিভাগ উন্নয়ন ফি হিসেবে ওই টাকা নেওয়া হয়।’

একই চিত্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগেও
ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের মত একই চিত্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগেও। বিভাগটি মাস্টার্সে ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ছয়শ টাকা করে নিয়েছে। জানা গেছে, গত জুন মাসের প্রথম সপ্তাহে ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলতি মাসের মাঝামাঝিতে শেষ হয়। বিভাগটিতে মাস্টার্সের শিক্ষার্থী সংখ্যা ১১০ জনের কিছু বেশি। শিক্ষার্থীরা জানান, এই টাকার জন্য কোনো রশিদ দেওয়া হয়নি। তাই টাকা ব্যয়ের উৎস সম্পর্কে জানেন না তারা।

বিভাগের সভাপতি অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ বলেন, ‘টাকা জমার সমস্ত তথ্য বিভাগে জমা থাকে। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো রশিদ বই দেয় না। তাই আমরাও রশিদ দিই না।’

এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী বলেন, ‘টাকা যে কারণেই নেওয়া হোক, অবশ্যই রশিদ দিতে হবে।’

 

স/আ