শিক্ষাপ্রতিষ্ঠানে সাংসদ অবৈধ, আপিলে রায় বহাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সংসদ সদস্যদের থাকা অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছন আপিল বিভাগ।
আজ সোমবার আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসাইন হায়দার।

একই সঙ্গে গভর্নিং বডির বিশেষ কমিটির বিধান অবৈধ ঘোষণা করা রায় বহাল রাখা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

গত ১ জুন বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০০৯-এর পঞ্চম ধারাকে বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করেছিল।

সূত্র: এনটিভি