মাগুরায় ‘বন্ধুকযুদ্ধে’ ডাকাত নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাগুরায় পুলিশের সঙ্গে ‘কথিত বন্দুকযুদ্ধে’ শওকত মণ্ডল (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

গতকাল রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পশ্চিম রামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দুটি গুলি, তিনটি রামদা ও একটি করাত উদ্ধার করে।

 

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদর্শন কুমার রায় জানান, একদল লোক ডাকাতির প্রস্তুতি দিচ্ছে, এমন খবর পেয়ে গতকাল রাত সোয়া ৩টার দিকে পশ্চিম রামনগর এলাকায় অভিযান চালায় সদর থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেনের নেতৃত্বে টহল পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে তারা পিছু হটে।

 

এএসপি আরো জানান, পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিতে নিহত এক ডাকাত ও তাদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করে।

 

পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে জানা যায় তার নাম শওকত মণ্ডল। তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কমরপাড়া গ্রামের সাতটি ডাকাতি মামলার আসামি। লাশের ময়নাতদন্তের জন্য মাগুরা সদর থানা থেকে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এএসপি।

সূত্র: এনটিভি