শিক্ষক কানিজ ফাতেমার কবিতা ‘প্রাইমারি মাস্টার’

সিল্কসিটিনিউজ সাহিত্য ডেস্ক:

‘প্রাইমারি মাস্টার’

কর্ম মোদের জীবন,
কর্মই মোদের সাথী,
সেই কর্মের জন্য এসেছি আজ আমি।
করছি আমি শিক্ষকতা,
যার নেই কোন নিশ্চয়তা।
অনেকে বলে অনেক কথা,
কিন্তু আজ আমি বলছি ভিন্ন কথা।
প্রতিদিন থাকি আমি শিশুদের মাঝে,
বিরক্ত হয়েও হইনা তাদের সাথে।
এক একজনের একেক দশা,
কেউ বা বলে ম্যাডাম পেটে ব্যাথা,
ক্ষিধে পেলে হবেই তো ব্যাথা।
কিছু ছাত্রের রয়েছে অনেক মেধা
এটি একেবারেই সত্যি কথা।
সত্যিই সুযোগ হয় না তাদের
বিকাশ করতে মেধা,
কি করতে হবে জানে না যারা?
অকালে ঝরে পড়ে তারা।
পরিবারে নিরাপত্তা পায় না যারা,
মেধা থেকেও নিঃস্ব তারা।
কাকে ধরি, কাকে ছাড়ি
এদের মধ্যে রয়েছি আমি
অনেক ভেবে চিন্তে।

লেখক: মোসাঃ কানিজ ফাতেমা
সহকারী শিক্ষক
রাজশাহী উপশহর মডেল সঃ প্রাঃ বিদ্যালয়