গ্রাজুয়েটদের সততা ও দেশপ্রেমের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান: ইউজিসি চেয়ারম্যান 

নিজস্ব প্রতিবেদক, রাবি:
বাংলাদেশকে উন্নত দেশের সারিতে নাম লেখাতে গ্র্যাজুয়েটদের সততা ও দেশপ্রেমের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আয়োজিত গ্রাজুয়েটদের সনদ প্রদান অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের প্রতি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল করায় ইনস্টিটিউটের ১২শিক্ষার্থীকে স্বর্ণপদক পড়িয়ে দেন আবদুল মান্নান। এ ছাড়াও ইনস্টিটিউটের অধীনে এমবিএ প্রোগ্রামের ৫ম থেকে ১৩তম ব্যাচের মোট চারশো ৪০জন শিক্ষার্থীকে সনদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেন রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন, আশরাফ দাদ খান, মনিরুজ্জামান, মাহমুদুল ইসলাম, শামীম তালুকদার, এ বি এম শাকিরুজ্জামান, বিপাশা ইসলাম, মাকসুদা আক্তার, আব্দুল লতিফ, ইয়াসির আরাফাত, সাদিয়া মুমতাজ, শাওন আকন এবং রিফাত আরা।


অনুষ্ঠানে অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘প্রতিযোগিতামূলক উন্মুক্ত অর্থনীতির যুগে দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে তোমাদেরকে ভূমিকা রাখতে হবে। বিশ্বায়নের এই যুগে বিশেষায়িত শিক্ষার বিকল্প নেই। বাংলাদেশ আজ বিশ্বের ৩৭তম অর্থনীতির দেশ। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার জন্য আমাদের দক্ষ মানব সম্পদ প্রয়োজন। আমাদের দক্ষ কর্মী তৈরির পাশাপাশি গ্রাজুয়েটদের সততা ও দেশপ্রেম সবচেয়ে বেশি প্রয়োজন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুস সোবহান। তিনি গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, ‘ডিগ্রি অর্জনের মাধ্যমে বিদ্বান হওয়া গেলেও প্রকৃত শিক্ষিত হওয়া যায় না। আপনারা শিক্ষিত হয়েছেন কিনা সেটা বোঝা যাবে আপনাদের কর্ম ও আচার-ব্যবহারের মাধ্যমে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য অধ্যাপক শাহ্ নওয়াজ আলি, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইবিএ’র পরিচালক অধ্যাপক একে শামসুদ্দোহা। ধন্যবাদজ্ঞাপন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী।

স/অ