শামীম করীর’র কবিতা ’আমি মানুষ’

        ‘আমি মানুষ’

আমি মানুষ, আমি অকাল কুষ্মাণ্ড
আমি প্রয়োজনে উত্তেজনায়
লাঠির চেয়ে শক্ত অণ্ডকোষ দণ্ড।

আমি মানুষ, আমি ভণ্ড
আমি তোমার প্রয়োজনে
কলিজা, সাধু আর হৃৎপিণ্ড।

আমি মানুষ, দাদা ভাই মোদি
বুঝব সেদিন, অভিযানটা ঠিক ছিল
ক্রসফায়ারে মরবে যেদিন বদি।