রবিবার , ২৩ জুন ২০২৪ | ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শাকিব খান ভার্সেস ওপার বাংলার সুপারস্টার

Paris
জুন ২৩, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক :

ঢালিউড কিং শাকিব খান। বছরের দুটো ঈদে তার অভিনীত সিনেমা মানেই হিট। বরাবরের মতো ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিবের ‘তুফান’ সিনেমা। দর্শকরা সিনেমাটির প্রশংসা করছেন। বক্স অফিসেও ঝড় তুলেছে রায়হান রাফী নির্মিত সিনেমাটি।

‘তুফান’ সিনেমা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে কলকাতার এসভিএফ। এতে ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীও অভিনয় করেছেন। সিনেমাটি দেখার জন্য ভারতীয় দর্শকরাও আগ্রহ প্রকাশ করছেন। খুব শিগগির ভারতে এটি মুক্তির কথা রয়েছে।

এ পরিস্থিতিতে কলকাতার সুপারস্টারদের নিয়ে কড়া সমালোচনা করলেন টলিউড সিনেমার প্রযোজক রানা সরকার। কেবল তাই নয়, তাদের চেয়ে শাকিবকে ঢের এগিয়ে রাখলেন তিনি। পাশাপাশি বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন ‘ব্যোমকেশ’ সিনেমার এই প্রযোজক। নিজের ফেসবুকে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে এসব বিষয়ে কথা বলেন তিনি।

লেখার শুরুতে শাকিব খানের অভিনয় নিয়ে যেমন সমালোচনা করেন, তেমনি তার দর্শকপ্রিয়তার প্রশংসা করে রানা সরকার বলেন, ‘শাকিব খান অভিনেতা হিসেবে খুব ভালো এরকম না। কিন্তু তার প্রত্যেকটা সিনেমা সুপারহিট হয়। এমনকি ঈদের ছুটিতে শাকিব খানের একের বেশি সিনেমা রিলিজ হলেও সবকটা সুপারহিট হয়। গান সুপারহিট হয়, মিউজিক ভিডিও সুপারহিট হয়। এক শাকিব খানের জন্য পুরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি লাভের মুখ দেখে। এমন অবস্থা হয়েছে, এখন কলকাতার প্রযোজকরাও ঢাকায় গিয়ে শাকিব খানের সিনেমা প্রযোজনা করে মুনাফা করার রাস্তা নিয়েছে। কিন্তু কলকাতার সুপারস্টারদের নিয়ে সিনেমা বানাতে পারছে না বা চাইছে না, কেন?’

কলকাতার সুপারস্টারদের দর্শকদের সমালোচনা করে রানা সরকার বলেন, ‘বাংলাদেশের দর্শক, মূলত শাকিব খানের ফ্যানরা (ভক্তরা) সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার জন্য পাগল। বাংলাদেশের দর্শকদের মধ্যে দক্ষিণ ভারতীয় সিনেমার দর্শকদের মতো পাগলামি দেখা যায়। শাহরুখ সালমানের ফ্যানদের মতো পাগলামি দেখতে পাওয়া যায়। কিন্তু আমি ঠিক বুঝি না আমাদের কলকাতার সুপারস্টারদের কথা। এত প্রচার, এত গালভরা ইন্টারভিউ, কিন্তু এতদিন পরেও কেন পশ্চিমবাংলার দর্শক মিনিমাম ব্যবসা দিতে ইচ্ছুক নয়, হলে সিনেমা দেখতে যাওয়ার কোনো ইচ্ছা নেই, দর্শকের কোন লয়্যালটি নেই প্রিয় সুপারস্টারদের প্রতি।’

কলকাতার সুপারস্টারদের সমস্যা কোথায়? এ প্রশ্ন ছুড়ে দিয়ে রানা সরকার বলেন, ‘ফ্যানদের যত কথা শুধু সোস্যাল মিডিয়ায়। তারা সবাই সিনেমা হলে গেলে এপার বাংলাতেও সুপারস্টারদের সিনেমাগুলো শাকিব খানের মতো হিট হতো। সমস্যাটা ঠিক কোথায় আমাদের সুপারস্টারদের? ১. তারা অভিনয় পারেন না? ২. সিনেমা ভালো তৈরি করতে পারেন না? ৩. কাজ কম কথা বেশি? ৪. প্রযোজক পান না বলে নিজের সিনেমা নিজেকেই প্রযোজনা করতে হয়? ৫. শুধু স্যাটেলাইট রাইট বিক্রি থেকে লাভ করার কথা ভেবে সিনেমা বানান, বক্স অফিসের কথা ভাবেন না? ৬. নাকি পশ্চিমবঙ্গের মেনস্ট্রিম সিনেমার দর্শক সিনেমা হলে গিয়ে এদের সিনেমা আর দেখতে চান না, তারা হিন্দি আর দক্ষিণী সিনেমা দেখেন?’

ভারতীয় বাংলা সিনেমার সুপারস্টারদের চেয়ে শাকিবের জনপ্রিয়তা ঢের বেশি। তা জানিয়ে রানা সরকার বলেন, ‘সুপারস্টার হলেই যে সে ভালো প্রযোজনা করতে পারবে এটা এ বাংলায় এখনো সত্যি না। সুপারস্টারদের প্রযোজনায় হিট সিনেমার সংখ্যা হাতেগোনা। আর কলকাতার প্রযোজকরা কেন সুপারস্টারদের নিয়ে সিনেমা বানাচ্ছে না তার কারণ ও সুপারস্টারদের অতিরিক্ত চাহিদা। হিন্দি বা দক্ষিণের সুপারস্টারদের সঙ্গে তুলনা করা যায় না। কিন্তু আমাদের সুপারস্টাররা ন্যূনতম শাকিব খানের মতো জনপ্রিয়তা গড়ে তুলতে পারলেন না কেন? ট্রল করুন সঙ্গে জবাবও খুঁজুন।’

 

সর্বশেষ - বিনোদন