শাওমির আগামী ফ্ল্যাগশিপে থাকবে ফাইভজি!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনপ্রিয় ফোন নির্মাতা শাওমি বাজারে আনছে ফাইভজি ফোন।

গতকাল শাওমির প্রেসিডেন্ট লিন বিন, মুখপাত্র ডনোভাল সাং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের নতুন ফ্ল্যাগশিপ, এমআই মিক্স ৩-এর ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ফোনটি ৫জি প্লাস নেটওয়ার্কে সংযুক্ত।

যেহেতু বর্তমানে বাজারে থাকা কোনও ফোন প্রসেসরে ৫জি সমর্থন নেই, তাই ধারণা করা হচ্ছে, এমআই মিক্স ৩ ফোন ব্যবহার করা হবে নতুন প্রসেসর। এখনও পর্যন্ত শাওমি মিক্স সিরিজে কোয়ালকম ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করে আসছে, অতএব নতুন ফোনে দেখা মিলতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের।

এদিকে ফোনের ডিসপ্লেতে দেখা যায়নি কোনও নচ, আবার ডিসপ্লের নিচেও রাখা হয়নি বেজেল। কিছুদিন আগে ফাঁস হওয়া ছবিতে দেখানো হয়েছে, ফোনটির ক্যামেরা প্রয়োজনমত বডি থেকে স্লাইড করে বেরিয়ে পড়বে।

শাওমি এমআই মিক্স ৩ আগামী নভেম্বর বাজারে আসতে পারে। এ খবরের ফলে কমতে শুরু করেছে এমআই মিক্স ২এসের দাম। চীনের বাজারে ৩৯ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ফোনটির ৬৪ গিগাবাইট সংস্করণ।

গিজচায়না অবলম্বনে