শপিং ব্যাগে ফেরি করে মদ বিক্রি, গ্রেপ্তার-৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে পাঁচ লিটার দেশীয় মদসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁ সদর উপজেলার খাগড়কুড়ি গ্রামের মৃত জামিল সরদারের ছেলে সুমন সরদার (৩৩), শিমুলিয়া মন্ডলপাড়ার মৃত মহির সরদারের ছেলে মুকুল সরদার (৪৮) ও উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার মৃত অশোক রায়ের ছেলে কার্তিক রায় (৪২)। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইউসুফপুর গ্রামের জনৈক নাহিদের দোকানের সামনে পাকা রাস্তার ওপর দেশীয় চোলাই মদ কেনা-বেচার সময় তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা লাল রঙের কাপড়ের শপিং ব্যাগের মধ্যে পানির বোতলে দেশীয় চোলাই মদ নিয়ে এসে বিক্রি করছির। এ সময় উল্লেখিত পরিমান মদ উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।