শততম টেস্ট বদলে দিতে পারে বাংলাদেশকে

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বুধবার পি সারা ওভালে শততম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচের উত্তেজনা নিয়ে কলম্বোতে টাইগাররা ভালো করবে বলে আশাবাদী পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

সোমবার সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘এই টেস্টে আমাদের ইতিবাচক একটা ফল প্রয়োজন। এই ম্যাচটি সবাইকে চাঙ্গা করতে পারে। ছেলেদের ভেতর থেকে পারফরম্যান্স বের করে আনতে সহায়ক ভূমিকা পালন করতে পারে শততম টেস্টের রোমাঞ্চ। আমি আশা করি শততম টেস্ট ম্যাচে সবাই অসাধারণ পারফরম করে জয়ের চেষ্টা করবে।’

গল টেস্টে তাসকিন-মুস্তাফিজ-শুভাশিষের পারফরম্যান্সে খুব বেশি হতাশ নন তিনি। তার আশা অভিজ্ঞতার মাধ্যমে তারা আরও ধারালো হয়ে উঠবেন, ‘আমার মনে হয় ধীরে ধীরে দলের বোলিং উন্নতি করছে এবং অভিজ্ঞ দল হয়ে উঠছে। তরুণদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের ঘাটতি পূরণ করতে হবে। আমার বিশ্বাস তারা অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আরও ধারালো হয়ে উঠতে পারবে।’

গল টেস্টের দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং করতে পারেনি বাংলাদেশের বোলাররা। কলম্বোতে নিয়ন্ত্রিণ বোলিং তাই খুব প্রয়োজন। ওয়ালশ মনে করেন, ‘পেসারদের ভালো করতে হলে আরও ধৈর্য ও বলের নিয়ন্ত্রণে জোর দিতে হবে। তারা বুঝতে পেরেছে টেস্টে ভালো করতে হলে আরও ধারাবাহিক হওয়া প্রয়োজন। আমি আশা করছি তারা গল টেস্টের চেয়ে এখানে (কলম্বো) আরও ভালো করতে পারবে।’

সূত্র: বাংলা ট্রিবিউন