লোকো-স্টেশন মাস্টারের রেষারেষি, ট্রেন ছাড়তে দেরি

লোকোমাস্টার ও স্টেশন মাস্টারের রেষারেষিতে ট্রেন ৩০ মিনিট দেরিতে চট্টগ্রাম স্টেশনে পৌঁছেছে।

মঙ্গলবার (২৩ জুন) রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে সুবর্ণ এক্সপ্রেস। ট্রেনটি ফৌজদার হাট স্টেশনে ঢোকার আগে স্টেশন মাস্টার কর্তৃক লোকোমাস্টারকে প্রাইভেট লাইন ক্লিয়ার (পিএলকি) দেওয়ার কথা। কিন্তু স্টেশন মাস্টার ভুলে সিজিপিওয়াই-তে পিএলকি দিয়ে দেন।

স্টেশন মাস্টার লোকোমাস্টারকে পরে পিএলকি পরিবর্তন করে দিলেও লোকোমাস্টার প্রাইভেট নাম্বার চান। এরকম রেষারেষিতে ফৌজদারহাট স্টেশনে প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে ট্রেনটি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম স্টেশনে পৌঁছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি রাত ৯টা ৫০ মিনিটে স্টেশনে ঢোকার কথা থাকলেও ৩০ মিনিট দেরিতে ১০ টা ২০ মিনিটে স্টেশনে ঢুকে।

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) এএমএম শাহনেওয়াজ  বলেন, স্টেশন মাস্টার ভুলে সিজিপিওয়াইতে লাইন ক্লিয়ার দেওয়ায় এ সমস্যা হয়। পরে আমাদের হস্তক্ষেপে ৩০ মিনিট দেরিতে ট্রেন স্টেশনে পৌঁছে।

বাংলানিউজ