লেবাননে পদত্যাগের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টানা বিক্ষোভের মুখে মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। সিএনএন জানায়, সরকারের দুর্নীতি, নিত্যপণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামে লেবাননের মানুষ।

প্রায় দুই সপ্তাহ ধরে চলা এ বিক্ষোভে সাদ হারিরির পদত্যাগ দাবি করে তারা। লেবাননে বছরের অন্যতম বড় এ বিক্ষোভ শুরু হয় মূলত সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের ভিডিওকলের ওপর করারোপের সিদ্ধান্তকে ঘিরে।

যদিও প্রতিবাদের মুখে সরকার এ সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। তিনবারের প্রধানমন্ত্রী হারিরি একটি জাতীয় ঐক্য সরকারের নেতৃত্বে ছিলেন। যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কয়েকটি বিরোধী দলও। টানা বিক্ষোভে অচল হয়ে পড়ে লেবাননের বড় শহরগুলো।