লেডিস অ্যান্ড জেন্টলম্যান বলা বন্ধ

জার্মান বিমান পরিবহন সংস্থা লুফথানসা তাদের ফ্লাইটে যাত্রীদের এখন থেকে আর ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ বলে সম্বোধন করবে না।

অভিবাদনের ধরনে পরিবর্তন আনছে তারা। এখন থেকে ‘লিঙ্গ নিরপেক্ষ’ শব্দ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে তারা।

তাদের এ সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে লুফথানসা গ্রুপের অধীনে থাকা অস্ট্রিয়ান এয়ারলাইন্স, সুইস ও ইউরোউইংসও।

প্রতিষ্ঠানটির মুখপাত্র আনিয়া স্টেনগার জানান, লুফথানসার ক্রুরা যাত্রীদের ‘প্রিয় অতিথি’, ‘শুভ সকাল/শুভ সন্ধ্যা’ অথবা শুধু ‘ফ্লাইটে স্বাগতম’ এমন বাক্য ব্যবহার করবে।

পরিবর্তনের বিষয়টি জানিয়ে দেওয়া হলেও যাত্রীদের কী বলে সম্ভাষণ করা হবে তা নির্ভর করবে ক্রুদের রুচি ও মেধার ওপর। ২০১৯ সাল থেকে জাপান এয়ারলাইন্সের ক্রুরা যাত্রীদের এই পদ্ধতিতে সম্বোধন ও সম্ভাষণ জানিয়ে আসছে।

 

সুত্রঃ যুগান্তর