লিভার ক্যান্সারে রাবি অধ্যাপকের মৃত্যু

রাবি প্রতিনিধি :
লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মদন মোহন দে’র মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ এপ্রিল) বিকেল সোয়া ৫টায় রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় নিজ বাসভবনে মৃত্যু হয় তার।
 এই অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর।
অধ্যাপক ড. মদন মোহন দে ১৯৭৬ সালের ২৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০১৭ সালের ৩০ জুন অবসরে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। গত একবছর ধরে তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন তিনি।