লাশের পাশে ছিল বিষের বোতল চশমা ও পোড়া কাপড়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নেত্রকোনার মদন উপজেলায় খড়ের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধের (৭৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশে একটি বিষের বোতল, একটি চশমা ও কিছু পোড়া কাপড় পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

রোববার সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডে ধলিয়াকুড়ি হাওরে আমন ধানের খড়ের ভেতর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, রোববার সকালে বোরো আবাদ করতে কৃষক ধলিয়াকুড়ি হাওরে গেলে হঠাৎ আমন ধানের খড়ের ভেতর বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

মরদেহের পাশে একটি চশমা, বিষের বোতল, পোড়া কাপড় উদ্ধার করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মো. জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি। তার মরদেহের পাশে একটি বিষের বোতল, একটি চশমা ও কিছু পোড়া কাপড় পাওয়া গেছে।

তবে ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধকে বিষপানে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।