লালবাগে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১০

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর লালবাগ থানার চার রাস্তার মোড়ে পাহিম নামের একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে এক নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের সবােইকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাত জনের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, শরীরের অনেকাংশ পুড়ে যাওয়া চারজনের অবস্থা গুরুতর। তারা হলেন- সুনাম উদ্দিন (৫০), হযরত আলী (৪০), পান্না আক্তার (২৬) ও অজ্ঞাত এক রিকশাচালক (৩২)। এদের মধ্যে পান্না আক্তার মিষ্টির দোকানের বিপরীত দিকে ডাচ বাংলা ব্যাংকের বুথে ছিলেন বলে এলাকাবাসী জানায়।

দগ্ধ বাকি চার জন মারুফ হোসেন (২০), সবুজ (২০), মকবুল হোসেন (৩৫) ও সাব্বিরের (২০) অবস্থাও আশঙ্কামুক্ত নয় বলে ঢামেক বার্ন ইউনিট সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী অভি জানান, মকবুল নামে তার এক স্বজন ফুটপাত দিয়ে হাঁটছিল। হঠাৎ পাপিন রেস্টুরেন্টের ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তখন রেস্টুরেন্টের কাচ ভেঙে বাইরে চলে আসে। এ সময় রাস্তায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে আটজন দগ্ধ হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ‘লালবাগে আগুনে দগ্ধ হয়ে আটজন ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন বলে আমরা জেনেছি।’

সূত্র: বাংলা ট্রিবিউন