বাংলা ভাষায় পাঠদান বাধ্যতামূলকসহ ৪ দফা দাবিতে বাগাতিপাড়ায় মানব বন্ধন

বাগাতিপাড়া প্রতিনিধি:
বাংলা ভাষায় পাঠদান বাধ্যতামূলক ও সাম্প্রদায়িকতামুক্ত পাঠ্যপুস্তক প্রণয়নসহ চার দফা দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় মানব বন্ধন করেছে সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বাংলাদেশ গ্রাম থিয়েটারের ডাকে দেশব্যাপী এক যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

 

কেন্দ্রীয় ওই কর্মসূচীর  অংশ হিসেবে শনিবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত উপজেলার বিহারকোল বাজারে ভাতৃ প্রতীম সংগঠন বকুল স্মৃতি থিয়েটার ও শিশু সংগঠন ভোর হলো,  চলন নাটুয়া নামের নাট্য সংগঠন, আইনজীবী, ছাত্র, শিক্ষক, অভিভাবক,  সূধী ও সাধারন মানুষ এ মানব বন্ধনে অংশ নেয়।

 

 

এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা শ্যমল কুমার রায়, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইলামিত্র অঞ্চলের সমন্বয়কারী মসগুল হোসেন ইতি, চলন নাটুয়ার সভাপতি ফারুক হোসেন, এ্যাডভোকেট হাসান সৈকত প্রমূখ।

 

বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষায় পাঠদান বাধ্যতামূলক করা ও সাম্প্রদায়িকতামুক্ত পাঠ্য পু¯তক প্রণয়নের পাশাপাশি এক মূখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং কোচিং নিষিদ্ধের জোর দাবি জানান।

স/অ