লালপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ কর্মসূচি পালন 


লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে উপজেলা আওয়ামীলীগ পৃথকভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
রোববার( ২১ অগাস্ট) বিকেলে সাবেক সাংসদ এডভোকেট আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফুর নেতৃত্বে লালপুরে এবং বর্তমান সাংসদ শহীদুল ইসলাম বকুল ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের নেতৃত্বে গোপালপুর পৌর এলাকায় পৃথক কর্মসূচি পালন করে। এসময় উভয় পক্ষকে উপজেলা আওয়ামীলীগের ব্যানার ব্যবহার করতে দেখা যায়।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে লালপুরের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন বানু প্রমূখ।

অন্যদিকে গোপালপুর পৌরসভার কড়ই তলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ স ম মাহমুদুল হক মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি স্থানীয় সংসদ শহিদুল ইসলাম বকুল শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আসিয়া জয়নাল বেনু,, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য উপাধ্যক্ষ বাবুল আক্তার প্রমূখ।

এস/আই