লালপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ছাগলের হাট ভেঙে দিলেন ইউএনও

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিত না করে ছাগলের হাট বসায় ভেঙ্গে দেওয়া হয়েছে।সোমবার (১২ জুলাই ২০২১) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভার ছাগলের হাট স্বাস্থ্যবিধি অমান্য করে পরিচালনা করার খবর স্থানীয় প্রশাসন জানতে পেরে লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রে শাম্মী আক্তার অভিযান চালিয়ে হাট ভেঙ্গে দেন।
হাটে বেচাকেনা স্থগিত রাখার নির্দেশ দেন। সেনাবাহিনীর ১৭ বেঙ্গল রেজিমেন্টের একটি দল ও লালপুর থানা পুলিশ সদস্যদের সহযোগিতায় হাট বন্ধ করা হয়।
এ সময় আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি টের পেয়ে ছাগল ক্রেতা ও বিক্রেতারা হাট ছেড়ে পালিয়ে যান। এ সময় প্রশাসনের নির্দেশে হাটের ইজারাদার মাইকে ঘোষণা দিয়ে তাৎক্ষণিক হাট বন্ধ ঘোষণা করেন।
ইউএনও জানান, লকডাউনের কারণে জনস্বার্থে উপজেলার পশুর হাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। গোপালপুর বাজারের নিয়মিত ছাগলের হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত না করায় বন্ধ করে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে গোপালপুর পশুর (গরু)হাট চালু রাখা হয়েছে।
স/জে