লালপুরে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে  টিকার ফ্রি রেজিস্ট্রেশন শুরু 

লালপুর (নাটোর) প্রতিনিধি :
লালপুর উপজেলার রহিমপুর ও উধনপাড়ার সেচ্ছাসেবী যুব সম্প্রদায়ের  উদ্যোগে  কো ভিড১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেশন  ও টিকা কার্ড সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।  শনিবার (২১ আগস্ট) উপজেলার রহিমপুর ও উধনপাড়া গ্রামে সেচ্ছাসেবী যুব সম্প্রদায়ের উদ্যোগে ফ্রি কভিড১৯ টিকার রেজিস্ট্রেশন ও টিকা কার্ড সংগ্রহ কার্যক্রম চলছে।
১৮ বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক  নারী-পুরুষদের কোভিড  ১৯ টিকার রেজিস্ট্রেশন ও টিকা কার্ড সংগ্রহ কার্যক্রম চালাচ্ছেন তারা।
সংগঠনের সদস্যরা জানান,  প্রাপ্তবয়স্ক যে কেউ আইডি কার্ড  ও নিজ ফোন সাথে নিয়ে  রহিমপুর বড় মসজিদের  পাশে  মৃত মীর মো.  আব্দুল গাফফারের  বাড়ির  আঙ্গিনায় এলে তাদের ফ্রি রেজিস্ট্রেশন করে দেয়া হবে।এ কার্যক্রম সকাল ৮ হতে ৪ টা পর্যন্ত চলবে। এখানে  বিনামূল্যে  টিকা কার্ড  রেজিষ্ট্রেশন  ও প্রিন্ট আউট  করে দেওয়া হচ্ছে।
এ কার্যক্রম পরিচালনা বিশেষ ভাবে ভূমিকা পালন করছেন  জিয়াউর রহমান মাস্টার, সুজন মাস্টা, নাইম, আকবর, সোহেলসহ যুবসম্প্রদায়ের সদস্যবৃন্দ।
স/রি