লালপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুরে পারিবারিক উদ্যোগে দেড় শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে পারিবারিক উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে ১৫৭ টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজের জ্যৈষ্ঠ প্রভাষক সাজেদুল ই‌সলাম হলুদ । লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ী চত্বরে দেড় শতাধিক দরিদ্র বয়স্ক শীতার্ত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব আহম্মেদ সাকিব, এজাজুল হক বাবু, আবুল হোসেন, রাকিব মাষ্টার, আবু তাহের, সোহাগ ও মিল্টন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ। এসময় লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের জ্যৈষ্ঠ প্রভাষক সাজেদুল ই‌সলাম হলুদ বলেন, এই সমাজে আমরা নিতান্তই ক্ষুদ্র মানুষ। আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা মাত্র।

তিনি সমাজের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। নিজ নিজ এলাকায় বিত্তবানরা এগিয়ে এলে অসহায় দরিদ্র শীতার্ত মানুষগুলো উপকৃত হবে।