লালপুরে শিশুকে জিম্মি করে বাড়ীতে ডাকাতি

লালপুর প্রতিনিধি:
শিশুকে জিম্মি করে টাকা গহনা লুটে নিয়েছে একদল ডাকাত। নাটোরের লালপুরে সোমবার ৯ ডিসেম্বর সন্ধ্যায় এক কলেজ শিক্ষকের বাড়িতে এঘটনা ঘটে। এঘটনায় সন্দেহভাজন তিনজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

আজ মঙ্গলবার বিকেলে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ও বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

লালপুর থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দুড়দুড়িয়া স্কুল এন্ড কলেজের রসায়ন বিষয়ের প্রভাষক মোহরকয়া গ্রামের হাজি মোহাম্মদ আলির ছেলে নাহিদুল ইসলাম ওরফে বিশু । গতকাল সোমবার সন্ধ্যার দিকে নাহিদের স্ত্রী দিল আফরোজ কণিকা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। পাশের ঘরে থাকা তাদের তিন বছরের ঘুমন্ত শিশুকন্যা নিশার কান্নার আওয়াজ শুনতে পান। কান্না শুনে পাশের ঘরে যেতেই কাপড় মুখ বাধাঁ একদল লোক কণিকাকে বেঁধে ফেলে। এ সময় ডাকাতরা শিশু নিশার গলায় ধারালো অস্ত্র ধরে তাকে হত্যার হুমকি দেয়। ডাকাতরা এসময় তাদের মোটরসাইকেলসহ সকল তালার চাবি দিয়ে দিতে বলে।

কিছু বুঝে ওঠার আগেই তারা নিশার পায়ে ধারালো ব্লেড দিয়ে পোজ দিলে কেটে রক্ত পড়তে থাকে। চাবি দিতে দেরী হওয়ায় তারা আসবাব পত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার গহনা, নগদ ৭০ হাজার টাকাসহ ১ লক্ষ ২০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়। ডাকাত দল বাড়ি হতে বের হওয়ার সময় নাহিদের ব্যাবহৃত মোটরসাইকেলটি নেওয়ার চেষ্টা করে।

এ সময় বাড়ির বাইরে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে পেছন দরজা দিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় নাহিদুল ইসলাম ওরফে বিশু বাদি হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে লালপুর থানার ওসি (তদন্ত) মোনোয়ারুজ্জামান জানান, বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়ে ওই বাড়িসহ আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে সন্দেহভাজন ভুট্টু, রমজান ও রানা নামের তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে।