লালপুরে শিক্ষার মানন্নোয়নে মত বিনিময় সভা

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানন্নোয়নে শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটি ও শিক্ষকদের সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভানিং বডির সভাপতি ও ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়।

এ সময় উপস্থিত ছিলেন গভানিং বডির সদস্য খায়রুজ্জামান, সহকারি প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সিনিয়র সহকারি শিক্ষক গোলাম কিবরিয়া, জুলফিকার আলীসহ শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শুধু স্কুলে ভর্তি করে আর প্রাইভেট শিক্ষক দিয়ে পড়ালেই শিক্ষার মান উন্নায়ন সম্ভব নয়। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের সজাগ হতে হবে, তবেই শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে।
স/শ