লালপুরে র‌্যাবের অভিযানে আটক ৬

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ও ধুপইল বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রকাশ্যে এ্যালকোহল বিক্রির অপরাধে ৬ জনকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। সোমবার (৬আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

জানা যায়, র‌্যাব ৯ হাজার ৪ শ’ ৬১ বোতল এ্যালকোহল জব্দসহ উপজেলার ওয়ালিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মামুন (৩৫), আব্দুল লতিফের ছেলে বাবু (২০), মৃত মুকবুল হোসেনের ছেলে ফারুক (৩৭), মৃত মায়েন উদ্দিনের ছেলে আ. রাজ্জাক (৬০) ও ফজলুর রহমান (৪৫) এবং ধুপইল গ্রামের মেহের আলীর ছেলে গোলাম মোস্তফা (৩০) কে হাতেনাতে আটক করে।
পরে আটককৃতদের লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট নজরুল ইসলামের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় ৫ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের নির্দেশে আসামীদেরকে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয় এবং জব্দকৃত নয় হাজার চারশ’ ৬১ বোতল এ্যালকোহল জনসম্মুখে ধ্বংস করা হয় ।

স/শা