লালপুরে মিটার রিডারদের কর্মবিরতি

লালপুর প্রতিনিধি:
সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসে কর্মচারিরা অনির্দিষ্ট কালের কর্মবিরতি, স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ রোববার সকালে বাংলাদেশ পল্লীবিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

এসময় তারা ৩টি দাবি নিয়ে স্থানীয় সংসদ সদস্য, পুলিশ সুপার, প্রেস ক্লাব, উপজেলা নির্বাহী অফিসার, নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জিএম, ডিজিএম, এজিএম, মানবিধকার কমিশন নাটোরসহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করেন।

লালপুরে কর্মরত মিটার রিডার কাম ম্যাসেঞ্জাররা বলেন, চাকুরী নিয়মিত করণ, চাকুরীচ্যুতদের পুনঃবহাল, কাজের পরিমাণ কমানোর দাবিতে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে লালপুর জোনাল অফিসে মিটার রিডার কাম ম্যাসেঞ্জাররা এ কর্মবিরতি পালিত হয়েছে।

এ বিষয়ে লালপুর জোনাল অফিসের সহকারি জেনারেল ম্যানেজার সৈয়দ সাজ্জাদুল আজম বলেন, আমার জানামতে তারা কর্মরত আছেন। তাদের কর্মবিরতি বিষয়ে আমি অবগত না।

স/অ