লালপুরে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ প্রধান অতিথি এ ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।

শনিবার বিকেলে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সদস্য ফিরোজ আল হক ভুইয়া, আব্দুস সাত্তার হিরু,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।

এ সময় আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইনতাজ আলী, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, গোপালপুর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম মীর, সাধারণ সম্পাদক আরশাদ হোসেন সাদির, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন, সহকারী শিক্ষা প্রকৌশলী সেলিম রেজা, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক,সাংবাদিক, শিক্ষার্থী,অভিভাবকসহ সুধীজনরা।

স/অ