লালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস পালন

লালপুর প্রতিনিধি:
পরিচ্ছন্ন হাত’সুন্দর ভবিষ্যৎ’ ও “পয়ঃ বজ্রের সুষ্ঠ ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা এই প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরের লালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও হাত ধোয়া সহ স্যানিটারী ল্যাটট্রিন বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে ।

সোমবার দুপুরে র‌্যালী শেষে লালপুর উপজেলা চত্বরে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড.আবুল কালাম আজাদ।

এসময় আনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর প্রকৌশলী আকবর আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীন কুমার প্রামানিক প্রমুখ। এছাড়া স্কুলের শিক্ষার্থীরা ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

র‌্যালীর পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ১৭৫ টি পরিবারের মাঝে স্যানিটারি ল্যাট্রিনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
স/শ