লালপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

লালপুর প্রতিনিধি:
মঙ্গল শোভাযাত্রা,পান্তা খাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের লালপুরে বাঙালীর ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা,পান্তা খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন সাংসদের সহধর্মিণী সাহেরা বানু ছায়া, উপজেলা চেয়ারম্যান হারনার রশিদ পাপ্পু, লালপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল, গোপালপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম মোলাম, জেলা পরিষদের সদস্য বদিউর রহমান বদর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম কাওছার, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, নাটোর জেলা তাতীঁলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিপন, লালপুর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম বাঘা আওয়ামীলীগ নেতা আ. সাত্তার হিরু প্রমুখ ।

এছাড়া স্থানীয় সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে বর্ষবরণকে কেন্দ্র করে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, মাজার শরীফ বিএম মহিলা কলেজ, বেসরকারী সংস্থা আভা ডেভেলমেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজন করে।

স/শা