লালপুরে ফ্যামিলি প্যাকেজ টিসিবির পণ্য বিক্রি শুরু

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ফ্যামিলি প্যাকেজ টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রয় শুরু হয়েছে। রবিবার (২০মার্চ) সকাল ১১টায় শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত।

উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ রঞ্জু। উপজেলার চংধুপইল ইউনিয়ন পরিষদে এই বিক্রয় কার্যক্রম ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, চংধুপইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।

ফ্যামিলি কার্ডে ২লিটার সয়াবিন তেল ২ কেজি চিনি ২ কেজি মসুরের ডাল দেওয়া হয়েছে ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, লালপুর উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নে প্রায় ১৪ হাজারের অধিক ব্যক্তি ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য সুবিধা পাবে।

জি/আর