লালপুরে ন্যাশনাল ডেভলোপমেন্ট প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ন্যাশনাল ডেভলোপমেন্ট প্রকল্পের (এনডিপি) উদ্যোগে ৫ বছর মেয়াদী প্রকল্প সূমহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় লালপুর উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলরা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনডিপির পরিচালক ড. এবিএম সাজ্জাদ হোসেন, লালপুর ওয়ালিয়া শাখার প্রকল্প সমন্বয়কারী আবু আনেশ ইউসুফ, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রোগ্রাম অফিসার হারুনর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুরর রহমান, সমবায় অফিসার আদম আলী, যুব কর্মকর্তা উমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, এনডিপির টেকনিক্যাল অফিসার শাহাজাহান, এনজিও ফোরামের সভাপতি ও ভিসার নির্বাহী পরিচালক আইয়ুব আলী প্রমুখ।

প্রকল্প সমন্বয়কারী আনেশ সাংবাদিকদের জানান, ওয়ালিয়া ইউনিয়নের ৫টি গ্রামের ১১৭৫ উপকারভোগী সদস্যদের মাঝে ৬টি প্রশিক্ষণ প্রদান, স্যানিটারি ল্যাট্রিন বিতরণ, বিনা সুদে সম্পদ বিতরণ, শাক-সবজির বীজ,ফলজ ও বনজ গাছের চারা, গবাদী পশু পালনের জন্য তিন কোটি টাকার বিশেষ ঋণ, সদস্যদের জন্য খামার স্থাপন, সমবায় সমিতি গঠন, অফিস নির্মাণ করা হয়েছে। যা এখন থেকে সমবায় অফিসের তত্বাবধানে পরিচালিত হবে।

সমাপনী অনুষ্ঠান শেষে সমবায় অফিস ও খামারের উদ্ধোধন করা হয়।
স/শ