লালপুরে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের উদ্বোধন

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরেদুই দিনব্যাপী সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ মার্চ) ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে চিকিৎসা শিবিরের প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন সাবেক নৌবাহিনী প্রধান এডমিরাল আমির আহমেদ মুস্তফা।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট্রের ট্রাস্টি মিসেস সেলিনা মুস্তফা, পরিচালক মিসেস সোনিয়া হাসান, বিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু প্রমুখ।

ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান জানান , জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট্রের অর্থায়নে ময়না মোবাইল আই হসপিটাল লিমিটেডের সহযোগিতায় দুই দিনের চক্ষু শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চক্ষু চিকিৎসা, ওষুধ প্রদান, চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশের অন্যতম দুইজন চক্ষু বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত এই মোবাইল হাসপাতালের মাধ্যমে প্রথম দিন রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৪ শতাধিক রোগীকে।

এএইচ/এস