লালপুরে তিন দিনব্যাপী বৈশাখী মেলার সমাপ্তি

লালপুর প্রতিনিধি:
বাঙালীর ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়ায় তিন দিনব্যাপী অনুষ্ঠেয় বৈশাখী মেলার সমাপ্তি হয়েছে। মঙ্গলবার রাতে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় খেলার মাঠে এ মেলার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম ভাদু, নাটোর জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম বাঘা প্রমুখ।

মেলায় বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অন্যদিকে মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি বিলামড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্মিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করেন।

স/শা