লালপুরে আড়বাব ইউপি’র উপ-নির্বাচনে নৌকার পরাজয়

লালপুর প্রতিনিধি: নৌকাকে হারিয়ে নাটোরের লালপুর উপজেলার ৪ নম্বর আড়বাব ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আনারস প্রতীক নিয়ে গোলাম মোস্তফা বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী ইমদাদুল হক। অপরদিকে উপজেলার ৮ নম্বর দুড়দুড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে সুরুজ আলী তালা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। পরে গণণা শেষে তারা বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, আড়বাব ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে গোলাম মোস্তফা (আনারস) প্রতীকে পান ৪ হাজার ৫৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের ইমদাদুল হক পান ৩ হাজার ৯৮২ ভোট। মোট চার জন প্রার্থী এ নির্বাচনে অংশ গ্রহণ করেন। অন্য দুই প্রার্থীর মধ্যে আশরাফুল ইসলাম ঝন্টু (মোটরসাইকেল) প্রতীকে ৩ হাজার ৩২৫ ভোট ও আবজালুর রহমান (ঘোড়া) প্রতীকে পান ২ হাজার ১৮৭ ভোট।

উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওই পদটি শুন্য হয়। আড়বাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ২১ হাজার ৩৩৪ জন এবং ভোট কেন্দ্রের সংখ্যা ১০টি। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮৫৫ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ৮২৫ জন।

ভোটকেন্দ্রগুলো হলো লক্ষনবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেরিলাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, আড়বাব সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিলশলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঢুষপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়বড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোদাগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সালামপুর দাখিল মাদ্রাসা।

অপরদিকে উপজেলার ৮ নম্বর দুড়দুড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য লিয়াকত আলীর মৃত্যুজনিত কারনে উপজেলার রামপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ উপ-নির্বাচনে সুরুজ আলী তালা প্রতীক ৪৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিলকিস বানু মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৯ ভোট। অপর দুই প্রার্থী টিউবয়েল প্রতীকে শাহাদুল ইসলাম পেয়েছে ৪৪১ ভোট এবং ফুটবল প্রতীকের জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৩৮২ ভোট।

উপজেলায় প্রথমবারের মত এই কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে। এ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ২৯৫ এবং মহিলা ১ হাজার ২৩৩জন।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব জানান, শান্তিপূর্ন ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনোরকম গোলযোগ হয়নি।

স/শা