লালপুরে আবারো বাগুদেওয়ান মাজারে সিন্দুকের তালা ভেঙ্গে চুরি

লালপুর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরের ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান (রাহঃ) মাজার ও মসজিদের সিন্দুকের তালা ভেঙ্গে আবারো চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে সিন্দুকের তালা ভেঙ্গে কে বা কারা টাকা চুরি করে নিয়ে যায়।

মসজিদের খাদেম রেজাউল করিম বলেন, প্রতিদিনের ন্যায় মসজিদের গেট তালাবদ্ধ করে রুমে চলে যাই। ফজর নামাজের সময় ইমাম দেখেন মাজারের সিন্দুকের তালা ভাঙ্গা। মুসলিরাও সিন্দুকে তালা খোলা অবস্থায় দেখেন। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়।

জানা যায়, ইতিপূর্বে মাজার ও মসজিদের সিন্দুকের তালা ভেঙ্গে চুরি ঘটনা ঘটে ছিল, থানায় অভিযোগও হয়েছিল কিন্তু চোরেরা ধরা ছোয়ার বাইরে থাকে। চুরির ঘটনায় মুসল্লিরা ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

লালপুর থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে।এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, সিন্দুকের তালা ভাঙ্গার খবর শুনেছি, তবে কত টাকা চুরি গেছে তার সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।বিষয়টি খুবই দুঃখজনক।

স/অ