রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৮৩

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৮৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। মঙ্গলবার রাজশাহী জেলা ও মেট্রোপলিটন পুলিশের পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলমের পাঠাাে বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৫১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ২২ জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ৪ জন, পুঠিয়া থানা ১২ জন, বাগমারা থানা ১ জন, দূর্গাপুর থানা ১ জন, চারঘাট মডেল থানা ৬ জন, বাঘা থানা ২ জনকে আটক করে। যার মধ্যে ৩৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ১৩ জনকে মাদকদ্রব্যসহ ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়।

গোদাগাড়ী মডেল থানা পুলিশ বিউটি(৩৫) কে ২৭গ্রাম হেরোইন, সিমান্ত হাঁসদা(২০) কে ২৭লিটার চোলাইমদ, আফজাল হোসেন(২৪) কে ১২০গ্রাম গাঁজা, কামরুজ্জামান(৪৫) কে ১০০গ্রাম হেরোইন এবং কালাম(৩৬) কে ২৫০গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুুলিশ আফাজ আলী(৪২) এবং কামরুল ইসলাম(৩৪) কে ৫গ্রাম হেরোইনসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ রুবেল(২৭), রনি আহম্মেদ(২৮), রাসেল আহম্মেদ(২৫), ইউসুব আলী(২৪) কে ১৭পিচ ইয়াবা এবং আবু সাঈদ(৩৭), জনি(২৫) কে ২৪৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৭ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৬ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ৬ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ২ জনকে আটক করে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও জানানো হয়, বোয়ালিয়া থানা পুলিশ আরিফ(৫৬) ও উজ্জল(৫০)দ্বয়কে ১১০ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম হেরোইনসহ, মোসলেম উদ্দিন(২১)কে ৪ গ্রাম হেরোইন ও ১১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ জিল্লুর রহমান ফকির(৩৬)কে ২৩ গ্রাম হেরোইনসহ আটক করে। মতিহার থানা পুলিশ বিশাল হোসেন (২৫) এবং বাবু (২৮)কে ৩ বোতল ফেন্সিডিলসহ আটক করে। পবা থানা পুলিশ আব্দুল কুদ্দুস(৫২)কে ২০ লিটার চোলাইমদসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ শিমুল (৩০)কে ৪.৮ গ্র্রাম হেরোইনসহ আটক করে। দামকুড়া থানা পুলিশ আবুল কালাম বাবু (৩৬)কে ১২ গ্রাম হেরোইনসহ আটক করে। ডিবি পুলিশ মনিরুল ইসলাম ওরফে জীবন(১৯)কে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

তাদের সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়।