লালপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জরিমানা


লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এস্কেভেটর (ভেকু) মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৬ এপ্রিল ২০২২) সন্ধ্যায় উপজেলার মোহরকয়ার কয়লার ডহর নামকস্থানে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় মোহরকয়ার কয়লার ডহর নামকস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভেকু দিয়ে অবৈধভাবে পদ্মা নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের অভিযোগে ভেকু মালিক মোহরকয়া গ্রামের জিয়ারুল ইসলামকে (৪০) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৭০ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও শামীমা সুলতানা আরও বলেন, ফসলি জমিতে পকুর খননের অপরাধে শুক্রবার বিকেলে ঈশ্বরপাড়া ও অর্জুনপুর-বরমহাটি গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ভেকুর ২টি ব্যাটারি জব্দ করে আনা হয়। এ সময় চালকসহ অন্য কাউকে না পাওয়ায় শুধুমাত্র এস্কেভেটরের ব্যাটারি জব্দ করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এএইচ/এস