লালপুরকে শিক্ষাস্তরে সকল উপজেলার রোল মডেল হিসেবে দেখতে চাই

লালপুর প্রতিনিধি:
লালপুরে হাজার হাজার ড. সামসুদ্দিনের মত শিক্ষাবিদের জন্ম হবে। তারা দেশের জন্য বাংলাদেশসহ সারা বিশ্বে কাজ করে যাবে। লালপুরকে শিক্ষাস্তরে সকল উপজেলার রোল মডেল হিসাবে দেখতে চাই। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রতি বছর বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিংসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাতে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ লাভ করে সেই শিক্ষা ব্যবস্থা চালু করতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

 
বুধবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।


তিনি আরো বলেন, লালপুরে মাদকের বিচরণ, রাস্তায় বখাদের ইভটিজিং বন্ধে সকলকে সোচ্চার হতে হবে। আগামী ২০১৮ সালের মধে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাবে লালপুর-বাগাতি পাড়া উপজেলায়।


গৌরীপুর স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সভাপতি ও ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আসাদুজ্জামান,লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী।

 
এ সময় আরো উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মালিথা, ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম রেজাসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী, ছাত্র-ছাত্রী,অভিভাবক মন্ডলী, সাংবাদিক প্রমুখ।
স/শ