লাইভে মুসা, দেশের পতাকা এবার কার্সটেন্জ পিরামিডে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশের পতাকা উড়েছে কার্সটেন্জ পিরামিডের পর্বতের চূড়ায়।
আমি এই আনন্দ বাংলাদেশের প্রতিটি মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই। ‘

তার আগে, নীলসাগর গ্রুপ মাউন্ট কার্সটেন্জ পিরামিড অভিযান সফল করে বেস ক্যাম্পে ফিরে আমরা অভিযাত্রীরা – Satyarup Siddhanta, Nandita Cn এবং আমি Musa Ibrahim – যেভাবে এক বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, তাতে দেশবাসী যেভাবে সহযোগিতা করেছেন, তাতে এই আনন্দ আরও বেড়ে গেছে বহুগুণে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী Mohammed Shahriar Alam ভাই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী Zunaid Ahmed Palak ভাই, ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির, বেসিসে’র সাবেক প্রেসিডেন্ট Shameem Ahsan ভাই, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, ইন্দোনেশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত সুরেশ রেড্ডিপ্রমুখ সহ যারা সহায়তা করেছেন, তাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।

আর নীলসাগর গ্রুপের চেয়ারম্যান সিংহহৃদয় Md Ahsan Habib Lalin ভাইয়ের কথা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই, তিনি না হলে এই অভিযানে আসা হতো না। ধন্যবাদ, Arman Habib ভাই।

কৃতজ্ঞতা জানাই, সকল বন্ধু, ভাই, বোন, শুভানুধ্যায়ীকে, যারা এমন বিপদে সহযোগিতা, সহমর্মিতা প্রকাশ করেছেন…

আপনাদের জন্যই জীবনটা এতো সুন্দর….