লাইফ সাপোর্টে বারী সিদ্দিকী

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী বারী সিদ্দিকী। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রয়েছেন। আগে থেকেই তিনি কিডনি রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর ছেলে সাব্বির সিদ্দিকী।

সাব্বির সিদ্দিকী বলেন, ‘গতকাল (শুক্রবার) রাতে বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। আমরা তাঁকে দ্রুত স্কয়ার হাসপাতালে ভর্তি করাই। জানতে পারি তিনি হ্দরোগে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত চিকিৎসক আমাদের কোনো আশার বাণী শোনাতে পারেননি। আপনারা দোয়া করবেন বাবা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

সাব্বির সিদ্দিকী আরো বলেন, ‘গতকাল বাবা জাতীয় জাদুঘরে গিয়েছিলেন কোনো একটি অনুষ্ঠানে। তারপর বাসায় ফেরেন রাত ১১টা নাগাদ। আমরা কোনো ধরনের অসুস্থতা টের পাইনি। তিনিও আমাদের কিছু বলেননি। তারপর মধ্য রাতে হঠাৎই তিনি অসুস্থ হন। অবশ্য এর আগে থেকেই বাবা অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি রোগে ভুগছিলেন। বছর খানেক ধরে প্রতি সপ্তাহে তিনদিন কিডনি ডায়ালাইসিস করাতে হয়। বাবার ডায়াবেটিসও রয়েছে। তারপরও বাবা নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করতেন। অসুস্থতার কথা কাউকে বুঝতে দিতেন না।’

১৯৯৯ সালে হুমায়ুন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে তিনটি গান গেয়ে আলোচনায় আসেন বারী সিদ্দিকী। এরই মধ্যে তাঁর বেশকিছু গান জনপ্রিয়তা লাভ করে। ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘মানুষ ধরো মানুষ ভজো, ‘পুবালী বাতাসে’ গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।