ইবিতে ছাত্রদল-ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া

ইবি প্রতিনিধি:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫ থেকে ৬ জন ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছে।

প্রত্যাক্ষাদর্শীরা জানায়, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হোসেন গ্রেপ্তারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি ইবি থানা গেটে আসলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

এসময় ছাত্রলীগের ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপসহ ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে হকিস্টিক, রড, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র হাতে হামলা চালাতে দেখা যায়। এতে ৫ থেকে ৬ জন ছাত্রদল নেতাকর্মী আহত হয়। একপর্যয়ে ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।

এবিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন, “ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ হামলা চালিয়ে আমাদের নেতাকর্মীদের আহত করেছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।”

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, “ছাত্রদল নামক কিছু দুষ্কৃতিকারী বিশৃংঙ্খলা কারার চেষ্টা করলে ছাত্রলীগ তা প্রতিহত করে।”

স/শ