লভরেনে রক্ষা লিভারপুলের, নিশ্চিত হয়নি শেষ ষোলো

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নাপোলির বিপক্ষে হারে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করেছিল চ্যাম্পিয়ন লিভারপুল। অ্যানফিল্ডে তাই গ্রুপ পর্বের ফিরতি লেগের ম্যাচটি ছিল অল রেডসদের জন্য প্রতিশোধের। কিন্তু কার্লো আনচেলত্তির দলের কাছে শুরুতেই গোল খেয়ে যায় লিভারপুল। পরে লভরেনের দারুণ এক হেডে সমতার সঙ্গে মূল্যবান এক পয়েন্ট পায় গেল আসরের চ‌্যাম্পিয়নরা। তারপরও শেষ ষোলো নিশ্চিত করতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষে হবে অল রেডসদের।

গ্রুপ পর্বে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে লিভারপুল। দ্বিতীয় অবস্থানে আছে গ্রুপের আরেক সেরা দল ইতালির জায়ান্ট নাপোলি। কিন্তু রেড বুল সর্লসবার্গ সাত পয়েন্ট নিয়ে চাপে রেখেছে শীর্ষে থাকা দু’দলকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওই রেড বুলের বিপক্ষেই খেলবে লিভারপুল। জার্গেন ক্লপের দল ওই ম্যাচে হারলে আর নাপোলি গ্রুপের সবচেয়ে সহজ দল গেঙ্ককে হারালে গোল  ব্যবধানে বিদায় নিতে হবে চ্যাম্পিয়নদের।

দিনের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার মিলান ২-১ গোলের জয় পেয়েছে সালভিয়া প্রাগের বিপক্ষে। অ্যান্তোনিও কন্তের দলের শেষ ষোলও ঝুলছে শূন্যে। শেষ ম্যাচে তাদের খেলতে হবে বার্সেলোনার বিপক্ষে। ওই ম্যাচে ইন্টার হারলে আর  বরুসিয়া ডর্টমুন্ড শেষ ম্যাচে প্রাগের বিপক্ষে জিতলে বিদায় নিতে হবে ইন্টারের। তবে দু’দলই সমতা করলে গোল ব্যবধান হবে শেষ ষোলোর নিয়তি। অন্য ম্যাচে আয়াক্স হারিয়েছে লিলিকে। প্রাগ জয় পেয়েছে গেঙ্কের বিপক্ষে।