লফস ও তামাক বিরোধী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহী সিটি কর্পোরেশন এর সাথে এইড ফাউন্ডেশন, উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) ও তামাক বিরোধী জোটের যৌথ উদ্যোগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সারে ১০ টায় সিটি কর্পোরেশনের শরিৎ দত্ত গুপ্ত হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ এবিএম শরীফ উদ্দিন সভাপতিত্বে করেন। সভাটি সঞ্চালনা করেন এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা আবু নাসের অনীক।

লফসের নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন। এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনার বিষয়বস্তু সকলের সামনে উপস্থাপন করেন।

অতিথী হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন সিটি কর্পোরেশনের সচিব জনাব মোঃ মশিউর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা জনাব আবু সালেহ মোঃ নূর-ই-সাইদ, প্রধান কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার জনাব মোঃ আজিজুর রহমান ও সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইমরানুল হক।

অতিথীবৃন্দ তাদের আলোচনায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ’ ঘোষণা বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা একটি কার্যকর উদ্যোগ। এই নির্দেশিকার আলোকে তামাকাজাত দ্রব্য বিক্রয় সীমিতকরণে তামাকজাত দ্রব্যের বিক্রেতাদের পৃথকভাবে লাইসেন্সিং এর আওতায় আনলে অনেকাংশেই বিক্রয় নিয়ন্ত্রেণর মধ্যে চলে আসবে।

বিক্রয় সীমিতকরণ করা সম্ভব হলে এর ব্যবহারও সয়ংক্রিয়ভাবে কমে আসবে। সভার সভাপতি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁর সমাপনী বক্তব্যে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা অবিলম্বে রাজশাহী সিটি কর্পোরেশনে কার্যকর করা হবে। শিক্ষা ও স্বাস্থসেবা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের দোকান অপসারণ করা হবে। মাননীয় মেয়র মহোদয়ের পরামর্শ ও নির্দেশনাক্রমে নির্দেশিকার আলোকে তামাকজাত দ্রব্য বিক্রেতাদের লাইসেন্সিং এর আওতায় এনে রাজশহী সিটি কর্পোরেশন এলাকায় তামাকজাত দ্রব্যের ব্যবহার শতভাগ নিয়ন্ত্রণের মধ্যে আনা হবে।