রাসিকের জায়গায় ব্যবসারত ব্যবসায়ীদের জায়গা ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
কোর্ট স্টেশন মোড় হতে হড়গ্রাম পূর্বপাড়া জামে মসজিদ এলাকায় সিটি বাইপাস রাস্তার উত্তরে রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গায় ব্যবসারত ব্যবসায়ীদের জায়গা ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২২ নভেম্বর) দুপুরে নগরভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নগরীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। রাজশাহী সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে এগিয়ে নিতে আয়ের নতুন নতুন খাত সৃষ্টি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান অব্যাহত রেখেছেন। পাবলিক প্রাইভেট পাটর্নারশীপের মাধ্যমে ইতোমধ্যে নগরীতে নির্মাণাধীন স্বপ্নচুড়া মার্কেটের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। সাহেববাজার মুড়িপট্টিতে মার্কেটের কাজ শেষ হয়েছে। সিটি সেন্টার নির্মাণ কাজ শেষ হয়েছে। আরও কয়েকটি মার্কেটের কাজ এগিয়ে চলেছে। নগরীর বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশনের ফাঁকা জায়গায় বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে কোর্ট স্টেশন মোড় হতে হড়গ্রাম পূর্বপাড়া জামে মসজিদ এলাকায় সিটি বাইপাস রাস্তার উত্তরে কর্পোরেশনের নিজস্ব জায়গায় ব্যবসারত ব্যবসায়ীদের অস্থায়ীভাবে নির্মিত দোকানঘর ব্যবহারের অনুমতি প্রদানের বিষয়ে আজকের এ সভা। সভায় জানানো হয়, সেখানেও আগামীতে মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

উক্ত সভায় বক্তব্য দেন-রাসিকের ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মো. মশিউর রহমান।

সভায় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, সম্পত্তি কর্মকর্তা মতিউর রহমান, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা ওয়ালিদ হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেএ/এফ